ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীর সাওরাইলে আওয়ামী লীগ নেতার বাড়ীতে অগ্নিসংযোগ
  • ফজলুল হক
  • ২০২২-১২-১৫ ১৪:০৫:১৯

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের উত্তর নগরবাথান গ্রামে গত ১৩ই ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়বুর রহমান মাস্টারের বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

  এতে তৈয়বুর রহমান মাস্টারের বাড়ীর মালামাল রাখার একটি টিনশেডের ঘর পুড়ে ভিতরে থাকা ধান, চাল, আসবাবপত্রসহ অন্যান্য জিনসিপত্র ভস্মিভূত হয়। 

  খবর পেয়ে সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য একরাম বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, বিকয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামানসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।  

  তৈয়বুর মাস্টারের ছেলে সাওরাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সায়েম মন্ডল জানান, তার চাচাতো ভাই নাসির উদ্দিন মন্ডল ঘরটিতে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ীর লোকজনসহ স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হয়। এর আগেও দুর্দৃত্তরা গত ৭ই ডিসেম্বর একই বাড়ীর মোহাম্মদ আলী মন্ডলের বড় একটি পাটকাঠির মাঁচায় এবং তার ১মাস আগে কবির মন্ডলের আরেকটি পাটকাঠির গাদা অগ্নসংযোগ করে পুড়িয়ে দেয়।   

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ