আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই ডিসেম্বর দুপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা রাণী, সহকারী প্রোগ্রামের মিলন হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনির হোসেন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ আন্তর্জাতিক অভিবাসী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।