আজ ১৯শে ডিসেম্বর সন্ধ্যায় রাজবাড়ী জেলার পাংশায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের ৫দিন ব্যাপী বার্ষিক নাট্য উৎসবের উদ্বোধন করা হবে।
“আমরা লড়ছি অপসংস্কৃতি, অশ্লীলতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে” প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে পাংশা পৌরসভা মাঠে বার্ষিক নাট্য উৎসব-২০২২ আয়োজন করা হয়েছে।
নাট্যালোকের সভাপতি উত্তম কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু জানান, মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক নাট্য উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৯শে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্বোধনী দিনে রক্তে কেনা স্বাধীনতা, ২০শে ডিসেম্বর দ্বিতীয় দিনে একই সময়ে সিঁদুর দিয়ে কিনলাম, ২১শে ডিসেম্বর গলি থেকে রাজপথ, ২২শে ডিসেম্বর বিশ্বাসঘাতক ও ২৩শে ডিসেম্বর আনারকলি নাটক মঞ্চায়িত হবে।
বিশিষ্ট নাট্য অভিনেতা ও পরিচালক লিটু করিম ও মকুল কুন্ডুর নির্দেশনায় উল্লেখিত নাটকে সঞ্জীব কুন্ডু, বিকাশ বসু, লিটু করিম, মকুল কুন্ডু, চৈতন্য বসাক, হিমাংশু কুন্ডু রকেট, আরিফ খান, দেবাশীষ কুন্ডু, শ্যামল শিকদার, খোন্দকার হাফিজুল ইসলাম, আশীষ শাহ, খোকন বিশ্বাস, আব্দুল ওয়াহাব, ফরিদ মন্ডল, আবু দাউদ, একেএম শরিফুল মোরশেদ রনজু, শীলা ভট্টাচার্য্য, লক্ষèী ভট্রাচার্য্য, বাসন্তি সাহা, ভারতি বিশ্বাস ও শিশু শিল্পী অহনা কুন্ডু অভিনয় করবেন।
নাট্য উৎসবের সহযোগিতায় রয়েছেন- রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ মোক্তার হোসেন, মোঃ নিজাম উদ্দিন, সৈয়দ নূরই-আলম ইমরোজ, অসীত কুমার কুন্ডু, অপু সরোয়ার, শামীম মাহমুদ, অসিত কুমার অধিকারী, নিরঞ্জন কুন্ডু, প্রভাত কুন্ডু, নিতাই বিশ্বাস, গোলক কুন্ডু, স্বপন সরকার, হরেন্দ্রনাথ মন্ডল ও রেজা খান।
নাট্য উৎসবের উদ্বোধন করবেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ ও সম্মানিত অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।