রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৮ই ডিসেম্বর “থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও র্যালীর আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাঈনউদ্দিন সাদ প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে দেশের উন্নয়নে অভিবাসী বাংলাদেশীদের ভূমিকা এবং নিরাপদ অভিবাসনে জনসচেতনতার গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।