রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০শে ডিসেম্বর কালুখালীর আয়না আদর্শ একাডেমী কেন্দ্রে উপজেলার ১৪টি কিন্ডার গার্টেন স্কুলের নার্সারী থেকে ৪র্থ শ্রেণীর ২৪৭ জন পরীক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্র পরিচালক হাজী মকবুল হোসেন, কেন্দ্র সচিব রমজান আলী মোল্লা, পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, হল সুপার শেখ মাসুদ রানা, সহকারী হল সুপার আবুল হাসেম ও আয়না আদর্শ একাডেমীর অধ্যক্ষ রকিব উদ্দিন খান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।