ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় নাট্যালোকের উদ্যোগে ৫দিনের নাট্য উৎসব উদ্বোধন
  • মোক্তার হোসেন
  • ২০২২-১২-২০ ১৫:৫০:১৭

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মাঠে গত ১৯শে ডিসেম্বর রাত ৯টায় ৫দিন ব্যাপী বার্ষিক নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। 
  পাংশার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোক এ উৎসবের আয়োজন করেছে। নাট্যালোকের সভাপতি উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সফুরা খাতুন, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহাব মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচছা, ক্রেস্ট ও উত্তরীয় উপহার প্রদান করা হয়। অতিথিবৃন্দ নাট্যালোকের বার্ষিক নাট্য উৎসবের সার্বিক সহযোগিতা করারপ্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রথম রজনীতে রক্তে কেনা স্বাধীনতা মঞ্চায়িত হয়।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ