ঢাকা বুধবার, মে ১, ২০২৪
পাংশায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সংরক্ষণের দায়ে গ্রেফতার-৩
  • শামীম হোসেন
  • ২০২২-১২-২২ ১৪:২১:২০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সংরক্ষণ করার দায়ে ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। 

  গতকাল ২২শে ডিসেম্বর ভোরে পাংশা মডেল থানার পুলিশ হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

  গ্রেফতারকৃতরা হলো- চরঝিকড়ী গ্রামের আঃ সালাম সরদারের ছেলে রঞ্জু সরদার(৩৪) এবং একই ইউনিয়নের(হাবাসপুর) চর আফড়া গ্রামের নাজিম উদ্দিন শিকদারের ছেলে রকি শিকদার(৩৫) ও মোকছেদ শেখের ছেলে সবুজ শেখ(২৫)।

  পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম জানান, হাবাসপুর ইউনিয়নের বেড়ীবাঁধ এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সংরক্ষণ করার দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় থানায় মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ