সৌদি আরবে কর্মরত অবস্থায় শরীরে পক্স(জল বসন্ত) উঠে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার আলামিন মন্ডল(২৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হারোয়ার চর গ্রামের মোন্নাফ মন্ডলের ছেলে আলামিন মন্ডল ৩বছর পূর্বে সৌদি আরবে যাওয়ার পর থেকে সেখানকার একটি মোটর গাড়ীর গ্যারেজে চাকুরী করে আসছিল। কয়েকদিন আগে তার শরীরে পক্স উঠে গলার টন্সিল ফুলে যায়। অবস্থার অবনতি হলে তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩শে আগস্ট সে মারা যায়। তার মৃত্যুর খবর বাড়ীতে পৌছালে স্বজনদের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
গতকাল ২৪শে আগস্ট বিকালে আলামিনের স্বজনরা রতনদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফার সাথে সাক্ষাৎ করে লাশ দেশে আনার ব্যাপারে সহায়তা কামনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।