ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে নাটক মঞ্চস্থ
  • শামীম হোসেন
  • ২০২২-১২-২৫ ১৪:৪৯:০৮

‘বোহেমিয়ান থিয়েটার’ নামক স্থানীয় নতুন একটি নাট্য সংগঠনের উদ্যোগে গতকাল ২৫শে ডিসেম্বর সন্ধ্যায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘কবি’ নামক একটি নাটক মঞ্চস্থ হয়। 
   অতিথিদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মণ্ডল, পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, ব্যবসায়ী উত্তম  কুমার সাহা কার্তিক, নাট্য অভিনেতা ও পরিচালক লিটু করিম, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নাটকটি উপভোগ করেন। মুক্তিযুদ্ধের চেতনার নাটকটি রচনা ও পরিচালনা করেন ইফতেখার সৌরভ। সার্বিক সহযোগিতায় ছিলেন বোহেমিয়ান থিয়েটারের সংগঠক ও সমন্বয়ক উৎপল সরকার। নাটকটির নায়কের চরিত্রে ভাষণ খান ও নায়িকার চরিত্রে লামিয়াসহ মোট ১৬ জন শিল্পী অভিনয় করে।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ