রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিলন শেখ(৩০) নামে এক বাসযাত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪শে ডিসেম্বর রাত ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটিদল দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস নামক একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮২৬) থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মিলন শেখ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শ্যামপুর গ্রামের জুরান শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত বাসযাত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৫শে ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।