ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নাশকতার মামলায় গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর বিএনপি নেতা নিজাম কারাগারে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-২৪ ১৭:০৫:১৩
নাশকতার মামলায় গতকাল ২৪শে আগস্ট রাজবাড়ীর ২নং আমলী আদালত বিএনপি নেতা ও গোয়ালন্দ পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন শেখকে কারাগারে প্রেরণ করে -মাতৃকণ্ঠ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় বিগত ২০১৮ সালের ১৮ই সেপ্টেম্বর বিকেলে নাশকতার চেষ্টা, ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাংচুরের মামলায় কারাগারে গেলেন বিএনপি নেতা ও গোয়ালন্দ পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ।
  গতকাল ২৪শে আগস্ট এ মামলায় তিনি রাজবাড়ীর ২নং আমলী আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
  বিএনপি নেতা নিজাম উদ্দিন শেখ গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছর উদ্দিন সরদার পাড়ার আকবর হোসেন শেখের ছেলে। 
  রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী জানান, মিথ্যা রাজনৈতিক গায়েবী মামলায় তাকে আসামী করা হয়েছিল। এ মামলায় তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়েছিলেন। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
  তিনি আরো জানান, মোঃ নিজাম উদ্দিন শেখ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ৩বারের পৌর কাউন্সিলর।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ