রাজবাড়ী সরকারী কলেজ সংলগ্ন সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস ডে) উদযাপিত হয়েছে।
গতকাল ২৫শে ডিসেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে কেক কেটে যীশু খ্রিস্টের ২০২২তম শুভ জন্মদিন উদযাপন করা হয়। এ সময় অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী থানার ওসি মোঃ শাহাদাত হোসেন, জেলা বিশেষ শাখার ইন্সপেক্টর ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, চার্চের পালক(যাজক) জেমস হালদার, সম্পাদক রবীন দে, চাঁদমণি নবাব, উইলিয়াম কর্মকার ও মনোজ বিশ্বাসসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। কেক কাটার পূর্বে ধর্মীয় প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খান খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে বড়দিনের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে বলেন, আমরা পূজায়-ঈদে একসাথে উৎসব উদযাপন করি। আজ বড়দিন উদযাপনের জন্য সবাই এখানে একত্রিত হয়েছি। সবাই মিলে বড়দিনের কেক খাবো। এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। বড়দিন আমাদেরকে শান্তির কথা শেখায়-ভ্রাতৃত্বের কথা শেখায়। আমরা বাঙালীরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সব ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে নিজের মনে করে থাকি। আমরা একসাথে আনন্দ উপভোগ করে থাকি। সবাইকে ইংরেজী নববর্ষের অগ্রীম শুভেচ্ছা জানাচ্ছি।
জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ বলেন, ধর্ম পালন সবার অধিকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অধিকার নিশ্চিত করেছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল অসাম্প্রদায়িক চেতনায়। সেই চেতনাই আজকের বাংলাদেশ। এখানে সবাই যার যার ধর্ম পালন করবে। শুভ বড়দিনে সকল খ্রিস্টান ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানাই।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বরিশালের খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকায় আমার বাড়ী। খ্রিস্টান মিশনারী একটি হাসপাতালে আমার জন্ম। খ্রিস্টানদের সাথেই আমি বড় হয়েছি। খ্রিস্টান মিশনারী স্কুলে লেখাপড়া করেছি। সে জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে আমার আত্মীক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। ধর্মীয়-সাংস্কৃতিক আদান-প্রদান, আনন্দ ভাগাভাগি আমাদের ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।
চার্চের পালক (যাজক) জেমস হালদার বলেন, সরকার মন্দির-মসজিদের মতো বড়দিনে আমাদেরকে চাল দেয় যা দিয়ে প্রতিটি চার্চে উৎসব হয়। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা আমাদের সাথে বড়দিনের উৎসব উদযাপনে শরীক হন-এটা আমাদের জন্য উৎসাহজনক। সরকারের বিভিন্ন দপ্তর আমাদের চার্চগুলোকে উন্নয়নমূলক সহযোগিতা করছে। এ জন্য আমরা সকলে মিলে সম্প্রীতির সাথে বসবাস করতে পারছি।
উল্লেখ্য, বড়দিন উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে চার্চে একটি কেক উপহার দেয়া হয়। এছাড়া জেলা প্রশাসক আবু কায়সার খান খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে চকলেট উপহার দেন।