ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল স্বাভাবিক
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-১২-২৬ ১৬:০৩:৫৫

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে।

  গতকাল ২৬শে ডিসেম্বর সকাল ৬টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক করা হয়। ফেরী চলাচল বন্ধ থাকার সময় দৌলতদিয়া ঘাটে বেশকিছু যানবাহন আটকা পড়ে। 

  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহউদ্দিন জানান, সকালে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা পর কুয়াশা কমে গেলে ফেরী চলাচল শুরু করা হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় ১৩টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।  

মাতৃকণ্ঠ সম্পাদকের পিতার  ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত
দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন গ্রেপ্তার
গোয়ালন্দে আ’লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ
সর্বশেষ সংবাদ