রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া মৌজায় প্রভাবশালী ও ক্ষমতাবান লোকদের হাত থেকে সম্পদ রক্ষার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা।
গত ৯ই মে সকালে পশ্চিম ভবদিয়া মানিক মোল্লার বটতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী মোঃ শাজাহান ও তাসির শেখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে শাজাহান বলেন, চলতি বছরের ১০ই মার্চ আমরা ভবদিয়া মৌজার বিএস ১৩১৫ নম্বর দাগের ৪৮ শতাংশ, ১৩১৯ নম্বর দাগের ৪২ শতাংশ ও ১৩২০ নম্বর দাগের ২৪ শতাংশ জমি মূল মালিক মৃত খোরশেদ আলী শিকদারের ১১ জন ওয়ারিশের কাছ থেকে রেজিস্ট্রিমূলে ক্রয় করি। এরপর আমরা ওই জমির ভোগদখলে গেলে বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম আমাদেরকে জমিতে যেতে বাঁধা দেন। এরপর তিনিসহ তার পরিবারের অন্য লোকজন আমাদের ওই জমি দখল করে ঘর তুলেছেন এবং গাছ লাগিয়েছেন। আমরা বাঁধা দিতে গেলে তারা আমাদের মেরে ফেলার হুঁমকি দেন। শেখ মনিরুজ্জামান সালামের এক ভাতিজা জজ, তিনি আমাদেরকে জজের ভয় দেখান। আমরা এ ঘটনায় রাজবাড়ীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেছি। আমাদের দাবী আমাদের কষ্টার্জিত টাকায় কেনা ১১৪ শতাংশ জমির দখল বুঝিয়ে দেয়া হোক।
এদিকে মানববন্ধনের খবর পেয়ে বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম ও তার লোকজন ছুটে এসে মানববন্ধনকারীদের ওপর চড়াও হয় ও গালাগালি করেন।