ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
আ’লীগ নিষিদ্ধের দাবীতে রাজবাড়ীতে গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-১০ ১৫:৫৫:১৫

 আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবীতে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচী ও জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।
 গতকাল ১০ই মে রাত ৮টার দিকে রাজবাড়ী শহরের ১নং রেলগেটস্থ শহীদ স্মৃতিফলকে চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই ডকুমেন্টারি প্রদশর্ন করা হয়।
 এ সময় রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাঈদুর জামান সাকিব, যুগ্ম আহ্বায়ক মাহাদি রাকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রাফি ও সদস্য নিয়ামুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে নয় মাস পার হয়ে গেলো কিন্তু সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পদক্ষেপ আমরা দেখছি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ছাত্র-জনতারা রাজপথে থাকবে, যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে আমরা রাজপথে ছিলাম।
 তিনি আরও বলেন, আজকের এই ডকুমেন্টরি প্রদর্শনের মূল উদ্দেশ্য জনগণের মাঝে আওয়ামী লীগ ও খুনি হাসিনার বর্বরতা, সন্ত্রাসী কার্যক্রম, নির্যাতন, অত্যাচারের বিষয়গুলো তুলে ধরা। যাতে জণগণ বুঝতে পারে আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানের সময় কিভাবে নিরীহ ছাত্রজনতাকে নির্বিচারে পাখির মতন গুলি করে হত্যা করেছে। জনগন যাতে বুঝতে পারে আওয়ামী লীগ খুনি সংগঠন। এই বাংলায় খুনি সংগঠন আওয়ামী লীগের কোন জায়গা নেই। তাই অবিলম্বে তাদেরকে এই বাংলা থেকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার-২
আ’লীগ নিষিদ্ধের দাবীতে রাজবাড়ীতে গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন
বিশ্ব মা দিবস আজ
সর্বশেষ সংবাদ