রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষ্মীপুর গ্রামে জৈব সার ব্যবহারের মাধ্যমে নিরাপদ সবজি চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮শে ডিসেম্বর বিকেলে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায়, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর অর্থায়নে এবং ফরিদপুরের এনজিও ‘সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)’-এর বাস্তবায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, বসন্তপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াস মিয়া, এসডিসির সহকারী ভ্যালু চেইন ফেসিলেটর জহুরুল ইসলাম, রাজুু আহম্মেদ, দেবাশীষ সরকার, নিরাপদ সবজি চাষী আজগর আলী প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন।