ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত ল্যাব সহকারী সুধীর কুমার দাসের মৃত্যু
  • মীর সামসুজ্জামান
  • ২০২২-১২-২৮ ১৪:৪২:৩৪

 

 রাজবাড়ী সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত ল্যাব সহকারী সুধীর কুমার দাস (৬০) আর নেই। গত ২৭শে ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 
 গতকাল ২৮শে ডিসেম্বর দুপুরে রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার মরদেহ দাহ করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ রাজবাড়ী সরকারী কলেজে নিয়ে যাওয়া হলে কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমানসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সুধীর কুমার দাস ৩০ বছরের চাকরী জীবন শেষে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে অবসোত্তর ছুটিতে (পিআরএল) যান। কর্তব্যনিষ্ঠা, সময়ানুবর্তিতা ও ভালো আচরণের জন্য তিনি সবার প্রিয়পাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ