ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারও ১০ঘণ্টা ফেরী বন্ধ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-৩১ ১৫:৪৬:০৯

 

 ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল আবারও ১০ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। 
   বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে গতকাল ৩১শে ডিসেম্বর রাত ১টা থেকে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে ৩টি ফেরী। কুয়াশা কেটে গেলে বেলা ১১টার দিকে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়। 
   বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহউদ্দিন বলেন, শীতের সময়ে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মাঝে-মধ্যেই ফেরী চলাচল বন্ধ রাখতে হয়। মূলতঃ মাঝ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সমস্যা বেশী থাকে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়।

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ