ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সূর্যনগরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২২-১২-৩১ ১৫:৫২:১৬

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগরে টুকু মিজি ক্রিকেট একাডেমী আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

   গতকাল ৩১শে ডিসেম্বর বিকালে সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চন্দনী ব্রাইট একাদশ মিজানপুরের নিয়তি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া রানার্স আপ নিয়তি সংঘের খেলোয়াড় জসিম ম্যান অব দ্যা ম্যাচ এবং একই দলের খেলোয়াড় সাগর ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়। 
   পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ টুকু মিজি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ফরিদুর রহমান জয়ের সভাপতিত্বে ও মিজানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আয়মান আওসাফ মুক্তারের পরিচালনায় অন্যান্যের মধ্যে মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান হৃদয়, সাবেক সভাপতি রুবেল মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। 
   প্রধান অতিথির বক্তব্যে মোঃ টুকু মিজি বলেন, শরীর ও মন ভালো রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে। মোবাইল ফোন শুধু ভালো কাজে ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ার সময় লেখাপড়া করবে, খেলাধুলার সময় খেলাধুলা করবে। খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করার জন্য আমার সহযোগিতা অব্যাহত থাকবে। 
   বিশেষ অতিথির বক্তব্যে ফিরোজ বিশ্বাস বলেন, খেলাধুলার গুরুত্ব অপরিহার্য। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। মোবাইলে গেম খেলে বা ফেসবুকে সময় নষ্ট না করে খেলাধুলা করলে ভালো হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। সংস্কৃতি চর্চা করতে হবে। ভালো কাজ করতে হবে।  
   উল্লেখ্য, টুকু মিজি ক্রিকেট একাডেমীর আয়োজনে ৮টি দলের অংশগ্রহণে এ ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।           

 

 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ