ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ডাকাতির প্রস্তুতিকালে দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা থেকে দুই যুবক গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-৩১ ১৫:৫৩:১৬

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

   গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩১শে ডিসেম্বর ভোর ৪টার দিকে দৌলতদিয়ার ৭ নং ফেরী ঘাট এলাকার একটি বালুর চাতালের পিছন থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি স্টিলের গিয়ার চাকু ও ১টি ধারালো দা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো-দৌলতদিয়া ইউনিয়নের আফছার শেখের পাড়া গ্রামের শাহজাহান মৃধার ছেলে সুলতান মৃধা (২১) ও রাজবাড়ী বাজারের রেলওয়ে স্টেশন সংলগ্ন কুলিপট্টি এলাকার গুরু শেখের ছেলে সুজন শেখ (২১)। 
   গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে থানায় মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ