ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
আইডিইবি’র রাজবাড়ী জেলা নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০১-০২ ১৩:৫৩:৫২

 ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র রাজবাড়ী জেলা নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

   নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ সাজ্জাদ হোসেন মৃধা সভাপতি, আব্দুল্লাহ আল মামুন সহ-সভাপতি (২), মোঃ আব্দুল লতিফ সাধারণ সম্পাদক, মোহাম্মদ হাসমত আলী যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ রায়হান উদ্দিন অর্থ সম্পাদক, মোঃ সরওয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, খান মোঃ শরীফ চাকুরী বিষয়ক সম্পাদক, সানাউল হক শিবলু গ্রন্থাগার ও দপ্তর বিষয়ক সম্পাদক, জুয়েল বিশ্বাস জনসংযোগ ও প্রচার সম্পাদক, মোঃ আলিউর রহমান সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক, বিজয় কুমার প্রামানিক সমাজকল্যাণ সম্পাদক, মোঃ আব্দুর রব মিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ কবিরুল আলম গবেষণা ও তথ্য (আইসিটি) সম্পাদক, আফরোজা পারভীন মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মোঃ রাজিব মোল্লা ছাত্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়। গতকাল ২রা জানুয়ারী বিকালে জেলা আইডিইবি কার্যালয়ে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ জহুরুল আলম আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান। 
   উল্লেখ্য, নির্বাচনে জেলা নির্বাহী কমিটির ১৭টি পদে ১জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে যাচাই-বাছাইতে সহ-সভাপতি (১) এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদকের ২টি পদে দাখিলকৃত মনোনয়নপত্র ত্রুটিপূর্ণতার জন্য বাতিল হয়। প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩১/১০/২০২২ ইং তারিখে বৈধ ১৫ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।  

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ