রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২রা জানুয়ারী রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে কাজী ইরাদত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক লিটন ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদায়ী সাধারণ সম্পাদক মুরাদ হাসান পান ৫৪ ভোট। সহ-সভাপতির ২টি পদে পরিমল কুমার সাহা ৭৪ ও মাহবুবুর রহমান ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে পরাজিত ২ প্রার্থীর মধ্যে কাশিনাথ কুন্ডু ৫৫ ও মাহমুদুল হক জুয়েল ৫৩ ভোট পান। সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে জাহিদুল ইসলাম ৭৩ ও রইচ উদ্দিন বাবু ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে পরাজিত ২ প্রার্থীর মধ্যে বাবলু ব্যাপারী ৫৭ ও শাওন মোঃ কোহিনূর ৫২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল বিন খালেক ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গিরীন্দ্র নাথ বিশ্বাস (গুরুদাস) ৫৪ ভোট পান। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী মোল্লা ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কুঞ্জন কান্তি সরকার ৫৩ ভোট পান। দপ্তর সম্পাদক পদে বিশ্বজিৎ কুমার দাস প্রদীপ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান ৫৩ ভোট পান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যের ৮টি পদে বিকাশ কুমার ঘোষ ৭৪, রণজিৎ সরকার টিটু ৭৩, সুকুমার ভৌমিক ৭৩, শাহিন মিয়া ৭২, বিকাশ রঞ্জন সরকার কংকন ৭২ ভোট, বিপ্লব কুমার দত্ত ৭২, আব্দুস সাত্তার বিশ্বাস ৭১ ভোট ও শেখ সালাম ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থীদের মধ্যে আবিদুর রহমান টিটু ৫৫, মাহবুবুল হক বাবু ৫৪, নুরুদ্দিন শেখ ৫৪, শামসুদ্দিন মন্ডল ৫৩, দেবাশীষ কুমার রাহা ৫৩, আজিজুল ইসলাম বাবু ৫৩, সাধন কুমার দাস ৫৩ ও মৃদুল মোল্লা ৫২ ভোট পান।