ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে গত ৭ই জানুয়ারী বিকালে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে ফরিদপুর ও রাজবাড়ী জেলার কবি-সাহিত্যিকদের নিয়ে সাহিত্য বৈঠক এবং গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এম.এ সামাদ, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক খোকন মাহমুদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলন, রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, কবি শান্তি ভূষণ দাস প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও কবিতা পাঠ ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।