রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গত ৫ই জানুয়ারী রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে আইজিপি ব্যাজ ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পুরস্কার গ্রহণ করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ‘সি’ ক্যাটাগরীতে আইজিপি ব্যাজ (পুলিশ সার্ভিস এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ) পেয়েছেন। এছাড়া অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে রাজবাড়ী জেলা পুলিশ ‘সি’ গ্রুপে দ্বিতীয় পুরস্কার পেয়েছে