রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই জানুয়ারী সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার সঞ্চালনায় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজিশ রহমান বিশ্বাস, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুন অর রশিদ, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তোসলীম উদ্দিন আহম্মেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইয়াছিন মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সমাসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেল সুপার আব্দুর রহিম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নূর আহম্মেদ ভূইয়া, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক লতিফুর রহমান খানসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব না। এ জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। জুম্মার নামাজের খুৎবার সময় ইমাম সাহেবরা মাদক-জঙ্গীবাদের বিরুদ্ধে কথা বললে তা ফলপ্রসু হবে। করোনার নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে সকলকে সাবধান থাকতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে ভোক্তা অধিদপ্তর ও চেম্বার অব কমার্সসহ সংশ্লিষ্টদের ভূমিকা রাখতে হবে। গ্যাসের সিলিন্ডারের দাম বেশী রাখা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। উপজেলা পর্যায়ে ইজিবাইক ও মোটর সাইকেলের সমস্যা ব্যাপারে স্ব স্ব উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।