ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
যুবদল নেতা বাবলু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাপ্পীর আত্মসমর্পণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০১-০৯ ১৩:২৭:২২

 রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস.এম সামছুল আলম বাবলু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফরহাদ হোসেন বাপ্পী বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছে। 

   গতকাল ৯ই জানুয়ারী সে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক রুহুল আমীন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। ফরহাদ হোসেন বাপ্পী রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ১ নং সড়কের আব্দুল আজিজ খানের ছেলে। আদালতে তার পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন এডঃ নিজাম উদ্দিন হায়দার। 
   উল্লেখ্য, গত ২৮শে নভেম্বর (২০২২) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন চাঞ্চল্যকর বাবলু হত্যা মামলার রায়ে রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চুসহ ২ জনের ফাঁসি এবং পলাতক ফরহাদ হোসেন বাপ্পীসহ ৫ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। যুবদল নেতা এস.এম সামছুল আলম বাবলুকে ২০১২ সালের ২৩শে আগস্ট রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন সাংবাদিক সানাউল্লাহর বাড়ীর সামনে গুলি করে হত্যা করা হয়। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ