ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
চন্দনী ও বেলগাছী দাদপুর বাজারের ওষুধের দোকান-বেকারীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০১-১০ ১৩:৩৩:৩৮

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও বেলগাছী দাদপুর ১টি ওষুধের দোকান ও ১টি বেকারীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

   গতকাল ১০ই জানুয়ারী অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় চন্দনী বাজারের জননী মেডিকেল হলের মালিককে ৮ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন-সংরক্ষণ ও নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য মেশানোর দায়ে বেলগাছী  দাদপুর বাজারের তৃপ্তি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত মালামাল জনসম্মুখে ধ্বংস করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।  

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ