রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী চালক ও লালন সংগীত চর্চা কেন্দ্রের সভাপতি উত্তম চক্রবর্তী আর নেই।
গত ২৫শে আগস্ট দুপুরে তিনি ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই দিনই রাতে পাংশার আদি মহাশ্মশানে তার মরদেহ দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২সন্তানসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। একজন সদালাপী ও মিষ্টভাষী হিসেবে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পাংশা উপজেলা সরকারী চিত্ত বিনোদন ক্লাব ও লালন সংগীত চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।