ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
পাংশায় সাব রেজিস্ট্রি অফিসে কলম বিরতি কর্মসূচি পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০১-১১ ১৩:২৩:২৪

 চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রারকে তার নিজ দপ্তরে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল ১১ই জানুয়ারী রাজবাড়ীর পাংশা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রারসহ কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি কর্মসূচি পালন করেছেন।
পাংশা উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ সাখাওয়াত হোসেন জানান, শিবগঞ্জের সাব রেজিস্ট্রার ইউসুফ আলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য একযোগে সাব রেজিস্ট্রি অফিসে কলম বিরতি কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় পাংশা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে কলম বিরতি কর্মসূচি পালন করা হচ্ছে।
  পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় সভাপতি সুব্রত কুমার দাস সাগর বলেন, আমাদের কাছে জমি রেজিস্ট্রি করার জন্য লোকজন এসেছে। কিন্তু সাব রেজিস্ট্রারের অফিসে কলম বিরতি কর্মসূচি চলায় কোন দলিল রেজিস্ট্রি হয়নি।
জানা যায়, গত ১০ই জানুয়ারী বিকাল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার ইউসুফ আলী নিজ দপ্তরে লাঞ্ছিত হন। অত্র দপ্তরের মৃত্যুবরণকারী একজন কর্মচারীর প্রত্যয়পত্র প্রদান নিয়ে গোলযোগের ঘটনায় শারীরিকভাবে লাঞ্ছিত হন শিবগঞ্জের সাব রেজিস্ট্রার ইউসুফ আলী।

মাতৃকণ্ঠ সম্পাদকের পিতার  ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত
দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন গ্রেপ্তার
গোয়ালন্দে আ’লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ
সর্বশেষ সংবাদ