ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
পাংশায় এপেক্স ক্লাবের যাত্রা শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০১-১৬ ১৩:৪২:৪৪

“ওয়ার্ক টুগেদার” ২০২৩ সালের নতুন স্লোগানকে সামনে রেখে এপেক্স বাংলাদেশ জেলা-২ এর অধীনে ‘এপেক্স ক্লাব পাংশা’র (ইউসি) যাত্রা শুরু হয়েছে। 
  গতকাল ১৬ই জানুয়ারী বিকাল আড়াইটার সময় পাংশা উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সুধীবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় এপেক্স ক্লাব পাংশার ৪সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মধ্য দিয়ে সংস্থার যাত্রা শুরু করা হয়।
  পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এপেক্স ক্লাব মিরপুরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন আনছারী জনকল্যাণমূলক কাজে এপেক্স ক্লাবের ভূমিকা তুলে ধরেন।
  মতবিনিময় সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মাদ ফিরোজ হায়দার, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি মুহাম্মদ এবাদত আলী শেখ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিম মাহমুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিঠুন গোস্বামী ও পাংশা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক সুমী খন্দকার প্রমূখ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন।
  মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এপেক্স ক্লাব পাংশার (ইউসি) ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি- মোঃ সহিদুর রহমান, সেক্রেটারী- মোঃ মোক্তার হোসেন, ট্রেজারার- সেলিম মাহমুদ ও সিনিয়র সহসভাপতি- মুহাম্মাদ ফিরোজ হায়দার। পরবর্তী সভায় আলোচনা সাপেক্ষে এপেক্স ক্লাব পাংশার পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ