ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে বাংলাদেশ স্কাউটস জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০১-১৭ ১৫:২৮:৪৯

 রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে গতকাল ১৭ই জানুয়ারী বিকালে বাংলাদেশ স্কাউটস জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
  সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান ও পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ।
  সম্মেলনে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের প্রতিনিধি অধ্যক্ষ মোঃ ইসরাফিল, উপ-পরিচালক মোঃ শামীমুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।
  স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে সুন্দর আগামীর গড়ে তোলার জন্য স্কাউটিং আন্দোলকে গতিশীল করতে হবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক আবু কায়সার খান।
  সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখকে জেলা স্কাউটস কমিশনার, সৈয়দ সিদ্দিকুর রহমানকে সম্পাদক ও আবু ইউসুফ খানকে কোষাধ্যক্ষ করে আগামী ৩বছরের জন্য জেলা স্কাউটস কমিটি পুনঃগঠন করা হয়।
  নতুন কমিটির নেতৃত্বে রাজবাড়ী জেলার স্কাউটিং কার্যক্রম আরো গতিশীল হবে বলে উপস্থিত সকল কাউন্সিলের প্রত্যাশা।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ