ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সাতক্ষীরার সাংবাদিক রঘুনাথ খাঁ’র নিঃশর্ত মুক্তির দাবীতে পাংশায় মানববন্ধন পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০১-২৫ ১৫:১৫:২৪

 দীপ্ত টিভি ও দৈনিক বাংলা ৭১ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক রঘুনাথ খাঁ’র নিঃশর্ত মুক্তির দাবীতে পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজন গতকাল ২৫শে জানুয়ারী বিকালে শহরের মালেক প্লাজা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
  জানা যায়, গতকাল বুধবার বিকাল ৩টার সময় সংবাদকর্মীরা পাংশা উপজেলা প্রেসক্লাবে সমবেত হয়। সেখান থেকে বিকাল সাড়ে ৩টার দিকে একযোগে মালেক প্লাজা চত্বরে উপস্থিত হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।।
  পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিঠুন গোস্বামীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ বক্তব্য রাখেন। 
  মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ।
  মানববন্ধন কর্মসূচিতে সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনজু, পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিম মাহমুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম জর্জ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, প্রেসক্লাবের প্রচার সম্পাদক হামজা শেখ, দৈনিক গণকণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক আলোচিত কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও মানবাধিকার কর্মী ইদ্রিস আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ