॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল ২৫শে জানুয়ারী ব্যক্তিগত উদ্যোগে ৩৫০ জন অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ আরো এগিয়ে যাবে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে মাটির নিচ দিয়ে ট্যানেল করা হবে। রাজবাড়ীতে রেলের জন্য বিশাল লোকোসেড চালু হবে। যা একনেক বৈঠকে পাশ হয়েছে।
এ সময় সাবেক সংসদ সদস্য ও সাবেক রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল লতিফ, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিমুদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর বকাই, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ মামুনুর রহমান মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম ফরহাদ হোসেন নান্নু।