রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় গতকাল ২৭শে জানুয়ারী সকালে আমেরিকা প্রবাসী মোহাম্মদ ইউসুফ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ও গাউছুল আযম কমপ্লেক্সের উদ্যোগে স্থানীয় অর্ধশত দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র এবং খাদ্য সামগ্রী হিসেবে প্যাকেট আটা ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
এ সময় গাউছুল আযম কমপ্লেক্সের সহ-সভাপতি মোঃ মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক ইসলাম মোল্লা, যুগ্ম-সম্পাদক শামীম আহম্মেদ, সদস্য আব্দুল আজিজ, শহিদুল ইসলাম, মোর্শেদ আলম উজ্জল, আবু তালেব বাবু, সাবদার হোসেন ও ভাই মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আমেরিকা প্রবাসী মোহাম্মদ ইউসুফ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ইতিপূর্বে বরাট ও দাদশী ইউপির বিভিন্ন স্থানে অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী কিতরণ করা হয়।