রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পদবির ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের সাথে গতকাল ২৭শে জুলাই জেলা আনসার ভিডিপির কার্যালয়ে মতবিনিময় ও সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট আনোয়ার হোসেন সরকার।
এ সময় আনসার ভিডিপির জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম প্রতিরক্ষা দল আইন ১৯৯৫ অনুযায়ী ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা দলনেত্রীর চার্টার অব ডিউটিজ, আভি উন্নয়ন ব্যাংক থেকে লোন গ্রহণ ও রিকভারি, শেয়ার ক্রয় ও তার লভ্যাংশ গ্রহণ, সার্বজনীন পেনশন স্কীমসহ সুখী অ্যাপসের রেজিষ্ট্রেশনের মাধ্যমে তাৎক্ষণিক সেবা প্রাপ্তির(উক্ত সভায় একজন সদস্য তাৎক্ষণিক রেজিস্ট্রেমনের মাধ্যমে সেবা গ্রহণ) নানান দিকসমূহ আলোচনা করা হয়।
এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য বাছাইয়ের দিকনির্দেশনা দেওয়া হয়।