রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল ২৭শে জুলাই সকালে পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপারের কাছে পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবী-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের দাবী-দাওয়া ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিবারণ, নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।