রাজবাড়ী সদর উপজেলার এলাকায় গতকাল ২৭শে জুলাই অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮জন আসামীকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার ৫নং ওয়ার্ডের মৃত আতর আলী শেখের ছেলে জাহাঙ্গীর শেখ(৪১), বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মোঃ জালাল শেখের ছেলে মোঃ আমির হোসেন, রাধাকান্তপুর গ্রামের আক্কাস আলী খানের ছেলে মোঃ মিঠুন খান, মহিষবাথান গ্রামের আপান শেখের ছেলে রাজু শেখ(২৫), মহারাজপুর গ্রামের সামাদ শেখের ছেলে মোঃ হারুন শেখ, পূর্ব ভবদিয়া গ্রামের মোঃ ছাত্তার প্রামানিকের ছেলে টয়ান প্রামানিক, আগমারাই গ্রামের মৃত জলিল কাজীর ছেলে মোঃ হেলাল কাজী(৫৪), পাঁচুরিয়া গ্রামের মোঃ আলম সর্দারের ছেলে মোঃ সবুজ মিয়া(৩০)।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, এসআই শহিদুল, এসআই জসিম, এসআই সেলিম ও এএসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই মোঃ নুর আলম, এএসআই মোঃ ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।