রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সড়কগুলোতে দাঁপিয়ে বেড়াচ্ছে স্থানীয়ভাবে তৈরি করা মাটি টানা অবৈধ ট্রাক্টর।
গ্রামীণ সড়কে চলা এসব শতশত ট্রাক্টর পরিবেশের ক্ষতির পাশাপাশি জীবন ঝুঁকিতে ফেলছে। গত দুই মাসের ব্যবধানে এ ধরণের যানে বালিয়াকান্দিতে শিশুসহ ৪জন নিহত হয়েছে। এসব যানবাহনের অধিকাংশ চালকদের নেই কোন প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স। প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে এসব যানবাহন চলাচল করলেও রহস্যজনকভাবে এসব যানবাহন চলাচল বন্ধ হচ্ছে না। এছাড়াও এসব অবৈধ ট্রাক্টরে অরক্ষিতভাবে মাটি-বালু পরিবহনের ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কোমলমতি শিশুসহ বয়োবৃদ্ধরা।
জানা গেছে, এ যানবাহনের মাধ্যমে বালিয়াকান্দিতে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে গত ২১শে ডিসেম্বর নারুয়া মধুপুরের মোড়ে অবৈধ ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ মোল্যা(৫০) নামে একজন নিহত হয়। গত ২৩শে ডিসেম্বর গাড়াকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাইফ(৭) ট্রাক্টরের নিচে পড়ে নিহত হয়। রাস্তায় মাটিপড়ে কাঁদাযুক্ত হয়ে সড়কে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গত ১০ই জানুয়ারী সদর ইউনিয়নের ইরশালবাড়ী গ্রামের সুনীল বিশ্বাস মারা যায়। এছাড়া গত ২১শে জানুয়ারী নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ীতে সানজিদা(৫) নামক শিশু ট্রাক্টর চাপায় নিহত।
এরপরেও এসব বন্ধে প্রশাসনের নেই কোন কঠোরতা। অভিযোগ রয়েছে প্রশাসন অবৈধ ট্রাক্টর জব্দ করে নামমাত্র জরিমানার পর ছেড়ে দেয়। পরবর্তীতে গাড়ীগুলো একই কাজে আরও বেপরোয়া হয়ে উঠে।
বালু, মাটি বহনকারী অবৈধ ট্রলি ও ট্রাক্টরের দৌরাত্ম দিন দিন বেড়েই চলছে। এদের বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ফলে অকালেই ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। কাউকে আবার সারাজীবনের মতো বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব। এছাড়া এসব যানবাহনের বিকট শব্দের কারণে ঘটছে শব্দ দূষণও। ফলে পথচারীসহ জনসাধারণকে সার্বক্ষনিক আতংকের মধ্যে চলাচল করতে হচ্ছে। চোখের সামনে অবৈধ এ যানবাহন অবাধ চলাচল দেখেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে উপজেলার সর্বত্র।
উচ্চ মাত্রার শব্দে ট্রলি চলাচলের কারণে অতিমাত্রায় শব্দ দূর্ষণ হয়। যে কারণে সরকার ২০১০ সালে সারাদেশে সব ধরনের ট্রলি চলাচল অবৈধ ঘোষণা করে। এছাড়া ট্রলি আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার ও নিদের্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়। কিন্তু সরকারের এই নিদের্শনাকে মানছেনা কেউই।
একাধিক প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তিতে কৃষি জমি চাষাবাদের জন্য কৃষকের কাছে ট্রাক্টর খুবই জনপ্রিয়। দেশের কৃষি উন্নয়নে তথা চাষাবাদের কাজে ব্যবহার করার জন্যই সরকার বিদেশ থেকে ট্রাক্টর আমদানী করার অনুমতি দেয়। সরকারী এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির আমদানীকারকরা অবাদে আমদানী করে ট্রাক্টর।
আমদানীকারকরা এসব ট্রাক্টর বিক্রি করে ইটভাটার মালিক, কাঠ ব্যবসায়ীসহ সাধারণ পরিবহন ব্যবসায়ীদের কাছে। ট্রাক্টর ও চালকের জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় সহজেই এসব পরিবহন কিনে আনে ব্যবসায়ীরা। তারা এসব ট্রাক্টর কিনে কৃষি কাজের পরিবর্তে ব্যবহার করছে পরিবহন কাজে। ফলে উপজেলায় ট্রাক্টরের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন ইউনিয়নে তার ব্যাপক প্রভাব বিস্তার রয়েছে।
ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য আনুষ্ঠানিকতা না থাকায় শিশু কিংবা কিশোররাও অদক্ষভাবে এসব ট্রাক্টর অবাধে চালানোর সুযোগ পাচ্ছে। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। উপজেলায় প্রতিদিন কয়েকশত ট্রাক্টর ও ড্রাম ট্রাক বিভিন্ন ধরণের মালামাল, বিশেষ করে মাটি ও বালু নিয়ে অবাধে চলাচল করছে। এ ধরনের যানবাহন নিয়ম মোতাবেক কৃষি জমিতে চাষাবাদের কাজে ব্যবহার হয়। বাংলাদেশ মোটরযান আইনে পাকা রাস্তায় চলাচলকারী যানবাহনের তালিকায় এর কোনো অস্তিত্ব না থাকলেও বালিয়াকান্দি পাকা সড়কগুলো দাঁপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন।
অপরদিকে, দূর্ঘটনার পাশাপাশি মাটিবাহী এসক ট্রাক্টর ও ড্রাম ট্রাক থেকে মাটি পড়ে রাস্তাও নষ্ট হয়ে যাচ্ছে। পাকা রাস্তায় পড়া এসকল মাটি কুয়াশাতে পিচ্ছিল হয়ে ঘটছে দূর্ঘটনা। বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমেও প্রতিবাদের ঝড় উঠলেও এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি প্রশাসনকে। মাঝে মাঝে অভিযান পরিচালনা করে এ সকল অবৈধ যানবাহনের ড্রাইভার ও যারা মাটি কেটে বিক্রি করে তাদেরকে জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেই জরিমানার পরিমান একেবারেই কম।
বিষয়টি নিয়ে শিক্ষক ও সংগঠক মুন্সী আমীর আলী বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। দিন দিন যেভাবে রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং, ভটভটি, নসিমন, অটোভ্যান, ড্রাম ট্রাক্টর ইটবালি মাটি বহন করছে এবং রাস্তাঘাটে বেপরোয়া গতিতে জীবন বিপর্যস্ত করে চলেছে তাতে সুষ্ঠু সুন্দর জীবনধারণ কঠিন হয়ে পড়ছে। বালিয়াকান্দিতে বেশ কয়েকটি দূর্ঘটনায় ইতিমধ্যে কয়েকজনের প্রাণ কেড়ে নিয়েছে যার প্রতিক্রিয়া খুবই দুঃখজনক। যা প্রতিরোধে প্রশাসনের কড়া নজরদারী দরকার। সাময়িক জরিমানায় কোন ফল আসবে না। প্রয়োজনে বিভিন্ন পেশাজীবি সামাজিক রাজনৈতিক সংগঠনকে একত্রিত করে বালিয়াকান্দি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে পারলে এসব দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের এখনো ৩টি গাড়ি জব্দ করে রাখা আছে।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ বলেন, সত্যিই দিন দিন এ সকল অবৈধ যানবাহনের দৌরাত্ম বেড়ে যাচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে বালিয়াকান্দিবাসী। গত কয়েক মাসে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেছে এ সকল অবৈধ যানবাহনের মাধ্যমে। প্রশাসনের উচিত এ সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, অদক্ষ ড্রাইভার ও ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে অভিযান চলছে। সহকারী কমিশনার(ভূমি) ইতিমধ্যে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। যা আগের তুলনায় বেশি। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। এই যানবাহন যাতে দ্বিতীয়বার যাতে রাস্তায় না নামতে পারে সেজন্য আমরা পদক্ষেপ নেবো।