ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী ডিবি’র ৪টি সফল অভিযানে মাদক ও অস্ত্র মামলার আসামী গ্রেপ্তার
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-০১-৩১ ১৪:৩৭:১৯

 রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি’র) সদস্যরা সম্প্রতি সদর থানার আওতাধীন বিভিন্ন স্থানে ৪টি সফল অভিযান চালিয়ে মাদক কারবারী ও অস্ত্র মামলার একাধিক আসামীকে গ্রেপ্তার করেছে।
  রাজবাড়ী ডিবি’র সদ্য যোগদানকৃত ওসি মোঃ মনিরুজ্জামান খান গতকাল ৩১শে জানুয়ারী দৈনিক মাতৃকণ্ঠকে জানান, গত ২৭শে জানুয়ারী সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই সঞ্জীব জোয়াদ্দার, এএসআই শফিকুল ইসলাম, এএসআই শরীফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী শহরের বিনোদপুর লোকসেড রেল গ্যারেজের সামনে ফাঁকা জায়গা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জল কর্মকার (৪৩)কে গ্রেফতার করে।
  এরপর গত ২৯শে জানুয়ারী বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক দুইটি অভিযানে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক ও জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর উপজেলার নুরপুরের মফিজের মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে ৫ গ্রাম হেরোইনসহ শহরের কাজীকান্দা এলাকার মাদক বিক্রেতা মোঃ রাসেল বেপারী (২৩)কে গ্রেফতার করে। একই দিন রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার পাঁচুরিয়া ইউপির আন্ধারমানিক থেকে ৬০ পুরিয়া হেরোইন ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ স্বপন বেপারী(৩৩) ও শিপন মিয়া (২৫)কে গ্রেফতার করে।
  এছাড়াও গত ৩০শে জানুয়ারী রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অপর অভিযানে ডিবি’র এসআই মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হক ও জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই শরিফুল ইসলাম ও শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ শহরের বিনোদপুর এলাকার সরকারী শিশু পরিবার দক্ষিণ পার্শ্বের লুলু আকন্দের পুকুর পাড়ের কাঁঠাল বাগান থেকে গাঁজা সেবনকালে বিনোদপুর লোকসেড এলাকার মাদক বিক্রেতা ও ৮টি মাদক মামলার আসামী মোঃ কামাল শেখ ওরফে উত্তম রায়(৫২) ও তার মাদক ব্যবসার সহযোগী মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা এলাকার মাউছা মান্দ্রা(মোচ্ছা) গ্রামের ইউনুস শেখের ছেলে অস্ত্র ও একাধিক মাদক মামলার আসামী মোঃ রাজু শেখ ওরফে রুবেল(৩২), শহরের বিনোদপুরের সুইপার কলোনীর মিঠুন কুমার দাস ও অন্তর কুমার দাস(২৩) ও শ্রী জয়ন্ত কুমার দাসকে গ্রেফতার করেছে। উল্লেখিত অভিযানে গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। 
  এদিকে রাজবাড়ী শহরের বিনোদপুরের লোকসেড এলাকাসহ বিভিন্ন স্থানে মাদকের আস্তানায় ডিবি’র অভিযানে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে। এলাকাবাসী ডিবি’র মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে পুলিশ সুপারের প্রতি আহবান জানিয়েছেন। 
  অভিযান প্রসঙ্গে আরো জানা যায়, রাজবাড়ী পুলিশ সুপার এমএম শকিলুজ্জামান রাজবাড়ীতে যোগদানের পর থেকে জেলার মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখতে ডিবিসহ জেলা পুলিশের বিভিন্ন টিমের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা দিকনির্দেশনা প্রদান করেন। মাদক বিক্রেতা ও সেবনকারী যেই হোক তার ক্ষেত্রে জেলা পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। কোন অবস্থাতেই মাদকের সাথে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবে না। এ জন্য জেলাবাসীকে মাদকের সাথে জড়িতদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য আহবান জানানো হয়েছে। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ