ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দ থানা পুলিশের পৃথক অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ ২জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০২-০১ ১৪:২৬:৪৭

রাজবাড়ী জলার গোয়ালন্দে পৃথক অভিযানে পুলিশ ৩০ বোতল ফেনসিডিলসহ ২জন মাদক কারবারীকে আটক করেছে।
  আটককৃতরা হলো- মেহেরপুর জেলার গাংনী থানার সাহারবাটি এলাকার মৃত সামছুদ্দিনের ছেলে সামাদুল ইসলাম(৩৬) ও একই স্থান থেকে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার রাথুরা গ্রামের তৈজদ্দিন মোল্লার ছেলে জসিম মোল্লা(৩৫)।
  গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গত ৩১শে জানুয়ারী রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকাগামী যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ সামাদুল ইসলামকে আটক করা হয়।
  এছাড়া গতকাল ১লা ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে একই স্থানে যাত্রীবাহি বাস থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ জসিম মোল্লাকে আটক করা হয়। 
  গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ উল্লেখিত ২জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ