রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে গতকাল ১লা ফেব্রুয়ারী দুপুরে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী।
বেলগাছী ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে ৩৫০ জন অসহায় মানুষের হাতে তিনি এসব কম্বল তুলে দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, খানগঞ্জ ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহান, সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবলু, খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোমিনুল ইসলাম মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন ও খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আশরাফুল আলম আক্কাছ প্রমুখ বক্তব্য রাখেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নাছির।