ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
ম্যানেজিং কমিটির নির্বাচনে রাজ্জাক মেম্বারের প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০২-০২ ১৫:০০:০৯

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির পরানপুর দুরশুন্দিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৩ এর তফসিল গত ১৮ই জানুয়ারী ঘোষণা করেন পরিসংখ্যান কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মাহাবুব হোসেন।
  এ নির্বাচনে রাজ্জাক মেম্বারের প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
  জানা যায়, ঘোষিত তফসিল মোতাবেক ২২-২৪শে জানুয়ারী মনোনয়ন দাখিলের নির্ধারিত তারিখ ছিল। নির্ধারিত তারিখে দুরশুন্দিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মেম্বার সমর্থিত প্যানেলের দাতা সদস্য পদে পরানপুর গ্রামের মোঃ উদয় মোল্লা, অভিভাবক সদস্য পদে (এবতেদায়ী স্তর) ফলীমারা গ্রামের শাবানা খাতুন, অভিভাবক সদস্য (দাখিল স্তর) পরানপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম, একই পদে ধানুরিয়া গ্রামের মোঃ হারুন অর রশিদ ও দুরশুন্দিয়া গ্রামের মোঃ মুক্তার মন্ডল, মহিলা অভিভাবক সদস্য পদে (সংরক্ষিত) ফলীমারা গ্রামের সেতারা খাতুন, সাধারণ শিক্ষক সদস্য পদে (দাখিল স্তরে) মোড়াগাছা গ্রামের মোঃ আলমগীর হোসেন, সাধারণ শিক্ষক সদস্য পদে এবতেদায়ী স্তরে হলুদবাড়ীয়া গ্রামের খোন্দকার শাম্মী আরা ও মহিলা শিক্ষক সদস্য পদে (সংরক্ষিত) তানজিরা খাতুন মনোনয়নপত্র জমা দেন। গত ২৬শে জানুয়ারী দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ফলে নির্ধারিত ১১ই ফেব্রুয়ারী তারিখে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। উল্লেখিত ব্যক্তিগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
  জানা যায়, পরানপুর দুরশুন্দিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে এলাকায় কলিমহর ইউপির সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক এবং পরানপুর দুরশুন্দিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সাবেক সভাপতি আয়ুব মোল্লা দু’টি প্যানেলে নির্বাচন করার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু আয়ুব মোল্লার প্যানেলের কেউই মনোনয়নপত্র সংগ্রহ না করায় রাজ্জাক মেম্বারের প্যানেলের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার মাহাবুব হোসেন নির্বাচনী তথ্য নিশ্চিত করেন।
  গতকাল ২রা ফেব্রুয়ারী বিকালে মাদরাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা বলেন, ১৯৬২ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে পরানপুর দুরশুন্দিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ শিক্ষার মানোন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করে আসছে। মাদরাসার শিক্ষার পরিবেশ খুবই ভালো। রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় মাদরাসায় নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!