ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কালুখালীতে নেশা দ্রব্য সেবন অবস্থায় মাতলামীকালে দুই মাদকসেবী আটক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-০২ ১৫:০৩:২০

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপরে গতকাল ২রা ফেব্রুয়ারী সন্ধ্যায় নেশা দ্রব্য গাঁজা ও এ্যালকোহল সেবন অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টকালে ২জন মাদকসেবীকে আটক করেছে ডিবি।
  গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী নবাববাড়ী গ্রামের জয়নাল শেখের ছেলে রুবেল শেখ(২৮) ও সদর উপজেলার খোর্দ্দদাদপুর গ্রামের মৃত খলিলুর রহমান মুন্সির ছেলে বাদশা মুন্সি(৩৯)।
  রাজবাড়ী ডিবি’র ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, উল্লেখিতরা নেশা দ্রব্য সেবন করে কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপরে মাতলামী করে জনসাধারণের শাস্তি বিনষ্ট করছিল। এ সময় ডিবির এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মোঃ মোতালেব হোসেন ও এএসআই নজরুল ইসলাম, এএসআই মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সেখানে গিয়ে তাদেরকে আটক করে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ