ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দাদশীর সিঙ্গা নিজাতপুর বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-০২ ১৫:০৫:১২

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিঙ্গা নিজাতপুর বাজার এলাকায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ২রা ফেব্রুয়ারী অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
  অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা, প্রতিশ্রুত ঔষুধ  ও পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে সদর উপজেলার সিঙ্গা নিজাতপুর বাজারের আব্দুল্লাহ স্টোরকে ২হাজার টাকা, সাজ্জদ স্টোরকে ১হাজার টাকা, মেসার্স জনসেবা মেডিকেল হলকে ৫হাজার টাকা ও মেসার্স সততা সুপার স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা হয়। 
  রাজবাড়ী সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ