রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যক্তিগত উদ্যোগে সদর উপজেলার চন্দনী ইউনিয়নে ৩৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ৩রা ফেব্রুয়ারী সকালে চন্দনী ইউনিয়ন পরিষদ চত্বরে এসব মানুষের হাতে কম্বল তুলে দেন সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী।
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর বর, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সেলিম রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির ইসলাম খোকন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম ও চন্দনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।