ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০২-০৪ ১৪:১৯:২৭

রাজবাড়ী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের(আরএসকে স্কুল)  বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ৪ঠা ফেব্রুয়ারী সকালে বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

  ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোরহাব ও রাজবাড়ী কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ নূরুল হক আলম প্রমুখ বক্তব্য রাখেন। 

  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক ও সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক চায়না সাহা। এ সময় আমন্ত্রিত অতিথিগণ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, রাজবাড়ী জেলার একটি পুরাতন ঐতিহ্যবাহী বিদ্যালয় হচ্ছে রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন। এই বিদ্যালয়টি রাজবাড়ী জেলায় শিক্ষা বিস্তারে অতীত সময়ের মত বর্তমানেও অবদান রেখে চলেছে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই বর্তমানে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠছে। যা আওয়ামী লীগের সরকার ছাড়া অতীতে যে সব সরকার রাষ্ট্র পরিচালনা করেছে তারা কোনদিন কল্পনাও করেনি। 

  এছাড়াও তিনি তার বক্তব্যে শিক্ষাথীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা ও স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে কম্পিউটার ও প্রযুক্তি ব্যবহারে নিজেদের পারদর্শি করাসহ দেশকে ভালবাসার আহবান জানান। 

  বক্তব্য শেষে তিনি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষ বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ