রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল ৬ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা ও জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থাপনা সহকারী শিক্ষক নাসরিন শিরীন।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী রাবেয়া বিনতে রাজু।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্মার্ট বাংলাদেশের জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। আমাদের সময় জ্ঞান, সত্যবাদীতা, নারীদের সম্মান করা, শিক্ষক ও পিতামাতাকে সম্মান করা শিখতে হবে ও বুঝতে হবে। যেখানে সেখানে ময়লা আর্বজনা ফেলা যাবে না। আমাদের শিক্ষায় মন দিতে হবে। খেলাধুলা করতে হবে। সংস্কৃতি চর্চা করতে হবে। তবেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে ৯ মাস যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। আমরাও পারবো ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে। স্মার্ট বাংলাদেশের নাগরিক হতে হলে আমাদের স্মার্ট হতে হবে। শ্রেণী কক্ষে পাঠদান অব্যাহত রাখতে হবে। পাশাপাশি নিজেদেরও পড়াশুনা করতে হবে।
স্বাগত বক্তব্য প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন ইয়াছিন উচ্চ বিদ্যালয় ১৯৪৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ের সকল উন্নয়নের কথা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
তিনি বলেন, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ইতোমধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২হাজার ৩শত জনে দাড়িয়েছে। আমাদের চেষ্টা রয়েছে ইয়াছিন উচ্চ বিদ্যালয়েকে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।