ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশার বাহাদুরপুরে ৬মাসের শিশু সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
  • শামীম হোসেন
  • ২০২৩-০২-০৬ ১৫:৫৭:৫৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে আব্দুল নামের ৬ মাসের ফুটফুটে শিশু সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। 

  গতকাল ৬ই ফেব্রুয়ারী বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিশু আব্দুলের মা মিম ওই গ্রামের আল-আমিনের স্ত্রী। 

  সরেজমিনে গিয়ে জানা যায়, গত দুই বছর আগে মিমের সাথে আল-আমিনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকেই তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। শিশু আব্দুল জন্ম নেওয়ার তিন মাস পর তাকে স্বামীর বাড়ী রেখে মিম বাবার বাড়ী চলে যায়। বাবার বাড়ী গিয়ে স্বামী আলামিনের বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে একটি যৌতুকের মামলা দায়ের করে এবং পরে আদালতের মাধ্যমে মিমাংসা করে স্বামীর বাড়ীতে ফিরে আসে। ফিরে আসার পরেও তিন বার স্বামীর সাথে ঝগড়া করে আবার বাবার বাড়ী চলে যায়। পরবর্তীতে আবারোও ফিরে এসে সংসার করতে থাকে। 

  নিহত শিশুর দাদা হাবিবুর প্রামানিক বলেন, সকালে বাড়ীর সবাই বাহাদুরপুর চরে আখ ক্ষেতে কাজ করতে যায়। বিকাল ৩টার দিকে সংবাদ পাই আমার নাতি আব্দুল মারা গেছে। সকালে আমার নাতিকে সুস্থ স্বাভাবিক ভাবে খেলতে দেখে গেছি। আমার বউ মা-ই আমার নাতিকে হত্যা করেছে। 

  আব্দুলের পিতা আলামিন বলেন, আমার স্ত্রী বিভিন্ন সময় আমাকে এবং আমার ছেলেকে দেখে নেবে বলে হুমকি দিতো। 

  স্বামী আলামিন ও পরিবারের দাবী আব্দুলের মা(মিম) হয়তো গলাটিপে মেরে ফেলেছে। নিহত আব্দুলের গলায় কালো দাগ হয়ে গেছে। 

  অভিযুক্ত নিহত শিশু আব্দুলের মা মিম ঘটনার পর থেকে অসুস্থ্য থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, এটি হত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পিতা-মাতা ও দাদা-দাদীকে জিজ্ঞাসাাবাদ করা হবে। তাদের বক্তব্যের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণ করা হবে।

  এদিকে শিশু আব্দুলকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এলাকাবাসী।   

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ