ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
নাজিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর সোনাকান্দরের পীর আনিস নিহত
  • মীর সামসুজ্জামান/রফিকুল ইসলাম
  • ২০২৩-০২-০৭ ১৪:১১:৩২

পাবনার জেলার নাজিরগঞ্জে গত ৫ই ফেব্রুয়ারী দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর দরবার শরীফের গদ্দিনশীন পীর খন্দকার হাফিজ উল্লাহ আনিস(৪২) এর নামাজে জানাযা গত ৬ই ফেব্রয়ারী বেলা ১১টায় নিজ বাড়ী সংলগ্ন মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।
  জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
  জানা গেছে, গত ৫ই ফেব্রুয়ারী বেলা ৩টার দিকে হাফিজ উল্লাহ আনিস শ^শুড় বাড়ী পাবনা জেলার সুজানগর উপজেলার পুরাতন মাশুন্দিয়া থেকে মোটর সাইকেল যোগে রাজবাড়ী আসার পথে নাজিরগঞ্জ বাসস্ট্যান্ড কাছে বেরীবাঁধ সড়কে তার মোটর সাইকেলের সাথে বালুবাহী পরিমনের সংঘর্ষ হয়। এতে আনিস ও তার মোটর সাইকেলে থাকা ২জন আরোহী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী মেডিকেল কলেজে যাওয়ার পথে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আনিস মৃত্যুবরণ করে। মৃত্যুকালে সে স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা রেখে গেছে।  
  গত ৬ই ফেরুয়ারী বেলা ১১টায় তার নামাজে জানাযায় ইমামতি করেন আপন সহোদর আহসান উল্লাহ আম্মান। জানাযাতে রাজবাড়ী পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।
  উল্লেখ্য, নিহত হাফিজ উল্লাহ আনিস রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর এলাকার পীর মৃত খন্দকার আবদুল কাদেরের ছেলে। ২০০৫ সালের ১৭ই আগস্ট রাজবাড়ী শহরের ৫টি স্থানে, রাজবাড়ী কোর্ট মসজিদের টয়লেটের পাশে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টেনিস গ্রাউন্ডের দক্ষিনে, সরকারী টাউন মক্তব প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে, রেল স্টেশনের পশ্চিমে এবং রেলগেট সংলগ্ন ওভার ব্রীজের নিচে ৫টি বোমার বিষ্ফোরন ঘটে। উক্ত সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩ ও ৬ ধারায় থানার এস.আই মোঃ রবিউল হোসেন বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা নং-১৫, তাং-১৭/০৮/০৫ দায়ের করেন। বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৪/২০০৬। 
  চাঞ্চল্যকর সিরিজ বোমা বিস্ফোরণের ওই মামলায় রাজবাড়ীর ২নং বিশেষ ট্রাইব্যুনাল গত ২০০৬ সালের ৩১শে জুলাই রায়ে হাফিজ উল্লাহ আনিসসহ নিষিদ্ধ ঘোষিত ‘‘ইসলামী প্রচার মিডিয়া বাংলাদেশ’’ নামক সংগঠনের ১৩জন জঙ্গির প্রত্যেককে ১০বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে। 

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ