ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে পা দিয়ে পরীক্ষায় লিখে হাবিব আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ পেয়েছে
  • মীর সৌরভ
  • ২০২৩-০২-০৮ ১৪:৪৫:২০

 রাজবাড়ী লোর কালুখালীতে দুই হাত বিহীন হাবিবুর রহমান হাবিব পা দিয়ে লিখে এবার আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় জিপিএ ৪.৫৭পেয়ে উত্তীর্ণ হয়েছে। 
  কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হিমায়েতখালী গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে হাবিবুর রহমান হাবিব পাংশার পুঁইজোর সিদ্দিকীয়া ফাজিল(ডিগ্রী) মাদরাসা থেকে পা দিয়ে লিখে এবার আলিম পরীক্ষায় অংশ নিয়েছিল।
  গতকাল ৮ই ফেব্রুয়ারী হাবিবের আলিম পরীক্ষার ফলাফলের খবর জানান মাদরাসার অধ্যক্ষ সাঈদ আহম্মেদ।
  জানা গেছে, দরিদ্র কৃষক পরিবারের সন্তান হাবিবুর রহমান চার ভাই বোনের মধ্যে তৃতীয়। বড় দুই বোনের বিয়ে হলেও পরিবারে রয়েছে ছোট বোন। সেও পড়াশুনা করে। জন্মগতভাবেই হাতবিহীন হাবিব ছোট বেলায় বাবা-মা, চাচা ও পরিবারের অন্যদের অনুপ্রেণায় পা দিয়ে লেখার অভ্যাস করে। এরপর সে প্রাথমিক শিক্ষা জীবনে প্রবেশ করে। শিক্ষা জীবনের প্রথমস্তরেই সে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হিমায়েতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পা দিয়ে লিখে পিএসসিতে ৪.৬৭ পয়েন্ট পেয়ে পাশ করে। এরপর পাংশা উপজেলার পুঁইজোর সিদ্দিকীয়া ফাজিল(ডিগ্রী) মাদরাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.৬১ পয়েন্ট পেয়ে পাশ করে। পরবর্তীতে একই মাদরাসা থেকে ২০১৯ সালে দাখিল(এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে ৪.৬৩ পয়েন্ট পেয়ে পাশ করে। আর এবার একই মাদরাসা থেকে ৪.৫৭ পেয়ে আলিম পরীক্ষা পাশ করে হাবিব। 
  হাবিবুর রহমান বলেন, এ পর্যন্ত আসতে আমার অনেক প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে। নানা লোকে নানান কথা বলেছে। কিন্তু আমি তাতে কান দেইনি। নিজের আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তির কারণে আজ আমি এতদূর এসেছি। আমার ইচ্ছা ছিলো জিপিএ-৫ পাবো। কিন্তু জিপিএ ৪.৫৭ পেয়েছি। এতেই আমি খুশি। এখন আমার স্বপ্ন ইসলামি বিশ্ববিদ্যালয়ে পড়া। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। পড়াশুনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। বাকিটা আল্লাহর ইচ্ছা।
  পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সাঈদ আহম্মেদ বলেন, হাবিব কৃষক পরিবারের সন্তান। সে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তার দুই হাত নেই। সে পা দিয়ে লিখেই এবার আলিম পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৫৭ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারেনি। তার অদম্য ইচ্ছাশক্তির কারণে সে আজ এতদূর পর্যন্ত এসেছে।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ